মমতাদির পাশে তেজস্বী যাদব, বিজেপিকে একসাথে প্রতিহত করার আহ্বান নবান্ন থেকে
দেশের সভ্যতাকে বাঁচাতে বিজেপিকে রুখতে হবে বলে জানালেন তেজস্বী যাদব
একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে নবান্নে আজ উপস্থিত হয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আজ নবান্নে উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাংবাদিক বৈঠকে বসেন তেজস্বী যাদব। সেখানে তিনি বলেছেন, "বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে তৃণমূল তাদের চায় তেমনভাবেই পাশে থাকবে তারা। পূর্ণশক্তি দিয়ে সমর্থন করবে তারা। কারণ আমাদের মূল লক্ষ্য হলো বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতাকে বাঁচাতে বিজেপিকে হারাতে হবে। তৃণমূলের লড়াই মানে আমাদের লড়াই।"
তেজস্বী যাদব যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে তার ইঙ্গিত পাওয়া গেছিল গতকালই। কলকাতায় পৌঁছে তেজস্বী যাদব স্পষ্ট বলেছিলেন যে তাদের আদর্শ হল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার পাশে থেকে তিনি কাজ করবেন। তখন থেকেই বোঝা গেছিল আরজেডি মমতার সমর্থনে থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদবকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য। তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পাশে থেকে বলেছেন, "বাংলায় অনেক বিহারী থাকেন। আপনাদের সকলের কাছে আমার আহবান সকলে মমতাদির পাশে থাকুন। তার হাত শক্ত করে ধরে তাকে জয়ী করুন।"