আসন সংখ্যা ফাঁকা! ফের শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া
আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া
ফের আশার আলো। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া। তবে শুধুমাত্র যে সমস্ত কলেজে আসন সংখ্যা ফাঁকা রয়েছে, সে সমস্ত কলেজেই নতুন করে অনলাইনে শুরু হবে ভর্তির প্রক্রিয়া। এমনটাই ঘোষনা করল শিক্ষা দফতর। কবে থেকে এই নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এই নির্দেশনামার জেরে অনেক পড়ুয়াদের মুখেই আশার আলো। কারণ, বহু সংখ্যক পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি।
প্রসঙ্গত, ইউজিসির নির্দেশ অনুযায়ী গত পয়লা অক্টোবর থেকেই নয়া ক্লাস শুরু হয়েছিল। এখন দুই মাস পর যারা ভর্তি হবে, পড়ার সঙ্গে তাল মেলাতে কিংবা সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হবে তাদের। তবে এসবের উর্ধে এখন, কলেজে ভর্তি হতে পারা।
ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরেও আবার কেন চালু হবে ভর্তির প্রক্রিয়া? এ বিষয়ে জানা গেছে, বহু কলেজে আসন ফাঁকা। সেই আসনগুলি এখনই ভর্তি করতে না পারলে পরবর্তী সময় সমস্যা হতে পারে। সেকারণে নতুন করে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।