চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু সদ্যোজাত শিশুকন্যার, উত্তাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ
শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলেও তাকে দেখতে কোন চিকিৎসক বা নার্স আসেনি
চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর ঘটনা ঘটলো এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, গত ৯ মার্চ প্রসবযন্ত্রণা নিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দক্ষিণ ২৪ পরগণার ঢোলাঘাটের নাকালীর বাসিন্দা শান্তি হালদার। ভর্তি হওয়ার পরের দিন কন্যাসন্তানের জন্ম দেয় শান্তি। কিন্তু সন্তান প্রসব করার পর থেকেই শান্তির একনাগাড়ে রক্তক্ষরণ হতে শুরু করে। সেইসাথে সদ্যোজাত শিশুকন্যারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের ডাকা হলেও তারা দীর্ঘক্ষন আসেনি। এমনকি চিকিৎসকের সাথে দেখা করতে চাইলে দুর্ব্যবহার করা হয় তাদের সাথে। পরে শিশুটিকে এসএনসিইউতে ভর্তি করা হলেও গত শনিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ তার মৃত্যু হয়। শিশুকন্যার মৃত্যুর পর পরিবারের লোকেরা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
শনিবারই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায় মৃত শিশুকন্যার বাবা গুরুদাস। সে ডায়মন্ড হারবার থানাতেও বিষয়টি জানিয়েছে। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, "হাসপাতাল থেকে বলা হয়েছিল যে মা ও মেয়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারপর আমরা দ্রুত ব্যবস্থা নিতে বললেও কোন চিকিৎসক বা নার্স এগিয়ে আসেনি। বরং উল্টে আমাদের অপমান করেছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে আজকে হয়তো আমার মেয়েটা বেঁচে যেত।" অন্যদিকে লিখিত অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ৬ জনের একটি মেডিকেল বোর্ড তৈরি করেছে যা ঘটনার তদন্ত করবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।