২৮ ফেব্রুয়ারি নতুন প্রকল্পের বার্তা নিয়ে বাংলায় আসছেন মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/02/2021   শেষ আপডেট: 19/02/2021 5:12 a.m.
জনসভা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ Twitter

আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি বেশকিছু সরকারি কর্মসূচি এবং জনসভা নিয়ে পশ্চিমবাংলায় আসবেন

২০২১ এর নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলায় আসতে চলেছেন। আর নরেন্দ্র মোদী এইদিন রাজ্যবাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করতে চলেছেন বলে জানা যাচ্ছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি পশ্চিমবাংলা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবারে এসেছিলেন সরকারি কর্মসূচি নিয়ে। আর এবারে তিনি আসবেন বেশকিছু সরকারি কর্মসূচি সঙ্গে নিয়ে। তবে তার সঙ্গে থাকবে এবারে রাজনৈতিক প্রচার।এই সরকারই কর্মসূচির মধ্যে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন শামিল রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠানে তিনি যোগদান করবেন।

২২ ফেব্রুয়ারি হুগলির সাহাগঞ্জ ডানলপ কারখানার মাঠে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরে আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি বেশকিছু সরকারি কর্মসূচি এবং জনসভা নিয়ে পশ্চিমবাংলায় আসবেন। ভোটের আগে রাজ্যবাসীর মন জেতার জন্য বিজেপি কোনরকম ঘাটতি রাখছে না। নবান্ন দখলকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে আসছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই বাংলায় পরিবর্তনের ডাক দেওয়া শুরু হয়ে গিয়েছে। সারা রাজ্যে বর্তমানে পরিবর্তন রথযাত্রা চলছে। এবারে আমরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মুখ থেকে শুনতে পাবো বাংলার জন্য বেশকিছু নতুন প্রকল্পের কথা।