নির্বাচনের আগেই রাজ্যে আসছে আরো ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/03/2021   শেষ আপডেট: 13/03/2021 6:26 a.m.
facebook.com/ECI

নেতাদের নিরাপত্তার জন্য আরও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে নির্বাচন কমিশন।

যত ভালোভাবে রাজ্যে নির্বাচন নিশ্চিত করা যায় তার জন্য কোনো রকম খামতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। এবারে নির্বাচন কমিশন রাজ্যের ভোটকে আরে শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার পরিকল্পনা করতে চলেছে। সূত্রের খবর, প্রথম দুই দফা নির্বাচনের জন্য ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ২৫ মার্চের আগে গোটা রাজ্যে ৭০৫ কম্পানি বাহিনী মোতায়েন থাকবে।

যদিও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার পরে বেশ কিছুটা চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বিশ্লেষকদের ধারণা, এই হামলার পর এই তারকা প্রচারকদের নিরাপত্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সুপারিশ করে দেওয়া আছে। ২০১৯ সালের পর থেকে পশ্চিমবঙ্গে অন্তত দশ গুণ স্পর্শকাতর' এলাকা বেড়েছে। এছাড়াও এবার থেকে প্রত্যেকটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এবারে বাহিনী মোতায়েন পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন করবে কমিশন নিযুক্ত দুই পর্যবেক্ষক। এবং সম্ভবত এই কারণে আরো বেশি সংখ্যায় পুলিশ বাহিনী নিয়ে আসা হচ্ছে।