"মোদী বলছে মাম্মি আমি বাড়ছি", জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি থেকে মন্তব্য মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/03/2021   শেষ আপডেট: 07/03/2021 5:24 p.m.
শিলিগুড়িতে মমতা facebook@AITC Official

মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়িতে জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে মিছিলে অংশগ্রহণ করেছেন

একুশে নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণার কাজও প্রায় শেষ। এবারের নির্বাচনে যে বঙ্গবাসী একটি হেভিওয়েট লড়াই দেখতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তারইমাঝে আজ রোববার খবরের শিরোনামে আছে একদিকে কলকাতার ময়দানে মোদীর ব্রিগেড সমাবেশ ও ঠিক অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় "সিলিন্ডার মিছিল"। রবিবারের দুপুরে একদিকে যেমন তরতরিয়ে বাড়ছে উষ্ণতার পারদ, ঠিক তেমনই আবার রাজনৈতিক অস্থিরতার পারদ আকাশ ছুঁয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়িতে উপস্থিত থেকে রান্নার জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্নবাণ ছুঁড়ে বলেছেন, "এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকা কেন? জ্বালানি তেলের দাম এত বাড়ছে কেন? বাংলা বিনা পয়সায় চাল দিচ্ছে। আর গরিবদের মোদি সরকার ৯০০ টাকায় গ্যাস কিনিয়ে চাল ফোটাচ্ছে। পরিবর্তন এবার বাংলায় হবে না। পরিবর্তন হবে দিল্লিতে। বাংলার মা-বোনেদের রান্নাঘরে আগুন লাগলে তারা সহ্য করবে না। মোদি বলছে সোনার বাংলা গড়বে। আগে সোনার ভারত করুক। সোনার বাংলা গড়তে গিয়ে রোজ রোজ দাম বাড়ছে জিনিসের। আর মোদী বলছে, মাম্মি আমি বাড়ছি।"

এছাড়াও মুখ্যমন্ত্রী তোলাবাজ প্রসঙ্গে বিজেপির উপর পাল্টা কটাক্ষ করে বলেন, "তৃণমূলের কেউ পাঁচ টাকা দশ টাকা নিলে সেটাকে তোলাবাজি বলা হয়। এদিকে রেল, এয়ার ইন্ডিয়া বিক্রি করে কত তোলাবাজি হলো সেটাকে হিসাব রাখে না। ভারতে একটা সিন্ডিকেট চলে। আর সেটা হল নরেন্দ্র মোদি এন্ড অমিত সহ সিন্ডিকেট।"