মুর্শিদাবাদ বিস্ফোরণ পরিকল্পনামাফিক সন্দেহে মমতার নির্দেশে "সিট" গঠন, দলের প্রধান অনুজ শর্মা
আজ সকালে হাসপাতালে গিয়ে জাকির হোসেনকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের খুনের ষড়যন্ত্রের বিষয় এবার গলায় সুর তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সকালে শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এছাড়াও আজ পৈলানের সভা থেকে মুখ্যমন্ত্রীর মুখে জাকির হোসেনের খুনের ষড়যন্ত্রে প্রসঙ্গে কথা শোনা গিয়েছে। তিনি এই ঘটনা তদন্ত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করেছেন। সেই তদন্তকারী দলের প্রধান এডিজি সিআইডি অনুজ শর্মা। এছাড়াও এই বিশেষ তদন্তকারী দলে আছে এসটিএফ, আইবি, সিআইএফ ও স্থানীয় পুলিশ। তারা আগামী শুক্রবার মুর্শিদাবাদে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে ভেন্টিলেশনে থাকা জাকির হোসেনকে দেখতে গিয়ে বলেছেন, "ভয়াবহ ঘটনা! জাকিরের সঙ্গে যারা ছিলেন তারা জানিয়েছে যে রিমোট কন্ট্রোলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরোটাই পরিকল্পনামাফিক বলেই মনে হচ্ছে।" এছাড়া এদিন তিনি পৈলানের কর্মীসভা থেকে বলেছেন, "ভাবতে পারিনি যে এত তীব্র বিস্ফোরণ হবে! শুনেছি ঘটনাতে কারোর হাত উড়ে গেছে আবার কারোর পা উড়ে গেছে। জাকিরের হাত পায়ে চোট লেগেছে। এখনো ভেন্টিলেশনে আছে সে। আমার মনে হয়, কলকাতা মুর্শিদাবাদ, মালদহ নির্বাচন দিয়ে শুরু করবে। তাই ওরা জাকিরকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করার পরিকল্পনা করেছিল। ঘটনায় যে কেউ দায়ী থাকুক না কেন তার শাস্তি হওয়া উচিত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।"