স্ট্রেস নেবে না : ‘তরুণদের স্বপ্ন’ প্রকল্পের সূচনায় তরুণদের উদ্দেশ্যে বার্তা মমতার
৭৫ নয়, ৬০ শতাংশেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ
কোভিড পরিস্থিতিতে নবান্ন থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলার ১৭০০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়ালি অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে তিনি ঘোষণা করলেন, আর ৭৫ শতাংশ নয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ৬০ শতাংশ বা তার বেশি পেয়েছে তারা বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা লোণের বিষয়েও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য সরকার গর্বিত। শুধু তাই নয়, ভবিষ্যতেও প্রতি বছর ১০ লক্ষ ছাত্রছাত্রীদের ট্যাব বা ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কৃতি ছাত্রছাত্রীদের ল্যাপটপ/কম্পিউটার দেওয়ারও কথা বলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়।
তরুন ছাত্রছাত্রীদের উদ্দ্যেশ্যে এদিন তাঁর মন্তব্য, ‘স্ট্রেস নেবে না’। তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে সবসময় চলতে হবে। হাসিখুসি থাকতে হবে। দুঃখকে জয় করতে হবে। ছাত্রছাত্রীদের স্ট্রেস কমানোর জন্য তিনি হাঁটাচলা করারও পরামর্শ দেন এদিন।
বিস্তারিত আসছে...