বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন
বজায় রাখা হবে শারীরিক দূরত্ব
লকডাউন উঠে যাওয়ার পর মানুষের যাতায়াত বেড়েছে৷ অনেক ক্ষেত্রেই অফিস–কাছারিতে প্রতিদিন হাজিরা দিতে হচ্ছে কর্মীদের৷ অথচ বন্ধ লোকাল ট্রেন৷ ফলে বাসে প্রবল ভিড়ের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে অনেককে৷ অসুবিধায় পড়েছেন স্বল্প রোজগারের মানুষরা, যাঁদের প্রতিদিন ট্যাক্সিতে যাতায়াত করার সামর্থ্য নেই৷ রেল দপ্তর নিজস্ব কর্মীদের জন্য যে স্টাফ–স্পেশাল ট্রেনগুলি চালায়, সেগুলিতে ওঠার জন্য বারবার মরিয়া হতে দেখা গেছে নিরুপায় মানুষকে৷ রাজ্যের বেশ কয়েকটি স্টেশনে এ নিয়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমারও বেধেছে সাধারণ মানুষের৷
শেষ পর্যন্ত রাজ্যবাসীর দাবি মেনে রেলদপ্তর হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চালাতে রাজি হয়েছে৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি ও হাওড়া ডিভিশনে ২০২টি লোকাল ট্রেন চালানো হবে৷ পরে পরিস্থিতি বিবেচনা করে ট্রেনের সংখ্যা ঠিক করা হবে৷ ফলে শুরু হয়ে গেছে ট্রেনগুলিকে জীবাণুমুক্ত করার কাজ৷ জানা গেছে, শারীরিক দূরত্ব বজায় রাখায় জোর দেওয়া হবে৷ লোকাল ট্রেনে যাতায়াতকারীদের ঠাসাঠাসি ভিড়ের চেনা ছবি এবার কিভাবে পাল্টায় সেটাই দেখার৷