শাহ জনসভায় মাইকে গমগম করে বাজছে "খেলা হবে", তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গোসাবার সভায় এমনটি ঘটেছে
একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। বিজেপি রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে জনসভা শুরু করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার সুন্দরবন গোসাবায় জনসভা করার কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গতকাল থেকেই এলাকাজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির কর্মীরা। সকালে তখন সবে মাঠে লোক আসা শুরু করেছে। চেয়ার পাতার কাজ চলছে গেরুয়া নেতাদের জন্য। আর তারই মাঝে এলাকাজুড়ে লাউডস্পিকারে গমগমিয়ে বেজে উঠলো, "বন্ধু এবার খেলা হবে!" সভার কর্মকর্তারা রীতিমতো থমকে যায় গান শুনে। আসলে একুশে নির্বাচনে বিজেপির বিরোধীপক্ষ তৃণমূলের স্লোগান "খেলা হবে" এবং সেই স্লোগানের ভিত্তিতেই তৈরি হয়েছে এই গানটি। চারদিকে শোরগোল পড়ে গেলে দ্রুত বন্ধ করে দেয়া হয় গানটি। কিন্তু ততক্ষণে নেটদুনিয়ায় এই ঘটনা ভাইরাল হয়ে গেছে।
ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে পড়েছে আজকের সভার কর্মকর্তারা। যদিওবা ঘটনা সম্বন্ধে অবগত নাকি সে বিষয়ে কিছু জানা যায়নি। বিজেপি দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি সুনীল দাস বলেছেন, "জনসভার আগে মাইক চেক করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ভুলবশত গান বাজিয়ে ফেলেছে। বিজেপির কোন লোককে কর্মকান্ডের সাথে জড়িত নয়। আর এটা নিয়ে এত কিছু ভাবার দরকার নেই।"