তৃণমূলের যোগ্য লোকেরাই জায়গা পাচ্ছেন বিজেপিতে, মন্তব্য দিলীপ ঘোষের
দলত্যাগীদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দিলেন দিলীপ এবং কৈলাস
বিধানসভা নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকেই একাধিক তৃণমূল নেতার দলবদল করে বিজেপিতে যুক্ত হচ্ছেন। তালিকায় শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সহ আরো অনেক প্রভাবশালী তৃণমূল নেতার নাম রয়েছে। পাশাপাশি দিন কয়েক আগে বিজেপিতে যুক্ত হয়েছেন এককালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সোনালী গুহ। অন্যদিকে, শাসক দলের নেতারা অভিযোগ করেছেন, তৃণমূলের সব থেকে 'পচা নেতা'রা বিজেপিতে গিয়ে যুক্ত হয়েছেন। এবারে সেই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বললেন, "উনি যেখানেই দাঁড়ান না কেন তার হার নিশ্চিত।"
মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তার গলায় আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, "একুশে পরিবর্তন হবেই।" সঙ্গে, বিজেপি, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের বিজেপি কিভাবে কাজে লাগাবে সেই নিয়ে নিদান দিলেন তিনি। তৃণমূলের মত বেনোজল বিজেপিতে ঢুকে যাচ্ছে না তো? এই প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, "বিজেপির একটা আদর্শ রয়েছে। এখানে শুধুমাত্র যোগ্য লোকেদের নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত সঠিক কিংবা ভুল এর এখানে কোন জায়গা নেই।"
তার সাথেই, যারা তৃণমূল থেকে বিজেপিতে আসছে তারা ভোটের পরে দলবদল করবে না তো? এই প্রশ্নের উত্তরে কৈলাস বিজয়বর্গীয় বললেন, "তিনটে নদী যদি এসে একসাথে চলে তাহলে গঙ্গা তৈরি হয়। যারা মানুষের জন্য কাজ করতে চান তারা বিজেপিতে এসে বিজেপির হাত শক্ত করছেন। এখানে ভরসা না করার কোন কারণ নেই। যারা আমাদের সঙ্গে লড়াই করতে চাইছেন আমরা তাদেরকে গ্রহণ করছি সাদরে।"