নির্বাচনে তৃণমূলকে লিড করাতে পারলেই ১ কোটি টাকার পুরস্কার, ঘোষণা ফিরহাদ হাকিমের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/03/2021   শেষ আপডেট: 04/03/2021 9:32 p.m.
শমীক ফিরহাদ

প্রাইজমানির তীব্র কটাক্ষ করে "খুনের সুপারির" সাথে তুলনা বিজেপি নেতা শমীকের

একুশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে আজ বৃহস্পতিবার ফিরহাদ হাকিম ঘোষণা করলেন যে দলকে নির্বাচনে লিড এনে দিতে পারলেই ১ কোটি টাকা করে পুরস্কার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। লোকসভা ভোটের যে ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেস অনেক পিছিয়ে আছে সেখানে দলকে লিড এনে দিতে পারলে ওই কাউন্সিলরকে ১ কোটি টাকার প্রাইজ মানি দেওয়ার ঘোষণা করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এরকম প্রাইজমানি যে প্রথমবার তৃণমূল ঘোষণা করছে, এমন নয়। এর আগে লোকসভা নির্বাচনে ওয়ার্ডে ৫ হাজার লিড আনতে পারলে ১ কোটি টাকার প্রাইজ মানি দেওয়ার ঘোষণা করেছিলেন তৎকালীন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

তবে তৃণমূলের এই প্রাইজমানি ঘোষণার তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেছেন, "তৃণমূল এখন আর কোনো রাজনৈতিক দল নয়। ওরা দলকে জেতানোর জন্য আজকাল কন্টাক্ট দিচ্ছে। ভোটে জেতানোর কন্টাক্ট। যেমনটি খুন করার জন্য সুপারি দেওয়া হয় ঠিক তেমনি করছে।" এছাড়াও এত টাকা প্রাইজমানির সমালোচনা করে তিনি বলেছেন, "ববির টাকা দেওয়ার টপ বেআইনি। কার থেকে তিনি এই টাকা দেবেন। নিজের ঘর থেকে তো আর দেবেন না। নির্বাচন কমিশনের এরকম প্রচারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।"