নির্বাচন কমিশনের কোপে বন্ধ হল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট চোখের আলো
গত ৪ জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চোখের আলো প্রকল্প ঘোষণা করেন।
ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনের সম্পূর্ণ ভোটের নির্ঘণ্ট। আর ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে রাজ্যের এক সরকারি কর্মসূচি উপরে কোপ পড়লো নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পটি। বর্তমানে এই প্রকল্পের সুবিধা আর কিছু পাবেন না। যদি আবার ভোটের পরে সবকিছু ঠিকঠাক হয় তাহলে রাজ্যবাসী আবার এই চোখের আলো প্রকল্প গ্রহণ করতে পারবেন।
গত ৪ জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চোখের আলো প্রকল্প ঘোষণা করেন। তার উদ্দেশ্য একটাই ছিল যাতে রাজ্যের সমস্ত নাগরিক অত্যন্ত কম খরচে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে যান। ৫ জানুয়ারি তারিখ থেকে সারা রাজ্যে ক্যাম্প বসানো শুরু হয়ে যায়। আগামী তিন মাস ধরে ধারাবাহিক শিবির চলার কথা ছিল। ডাক্তার, ⁶ এবং অন্যান্য স্টাফেরা জায়গায় জায়গায় এই শিবির নিয়ে যাচ্ছেন। অনেকেই চক্ষু অপারেশন করাচ্ছেন আবার অনেকে ছানি কাটাচ্ছেন। ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। এর ফলে সরাসরি বন্ধ করে দেওয়া হল রাজ্য সরকারের চোখের আলো প্রকল্প। নতুন করে কোনো সরকারি প্রকল্পের কাজ করা বর্তমানে সম্ভব হবে না।