আকাশছোঁয়া দুধের দাম, বিজয়ায় মহার্ঘ্য মিষ্টি
করোনা আবহে যোগান কম, তাই দামও বেশি
কাঁচা সবজির বাজার বা মাংসের দোকানে দাম তো বেড়েইছিল, এবার তাতে যোগ হল দুধ এবং মিষ্টির আকাশছোঁয়া দাম। কি বলছেন দুধ বিক্রেতারা? করোনা আবহে দুধের যোগান অনেকটাই কম বলে জানাচ্ছেন শিয়ালদহ, জোড়াসাঁকো, নতুন বাজার ও হাজরার পাইকারি বাজারের ব্যবসায়ীরা। প্যাকেটজাত দুধের দাম লিটার প্রতি ৫০-৬০ টাকায় বিকোলেও খোলা বাজারে চাহিদা আর যোগানের তারতম্য অনুযায়ী ওঠানামা করে দাম। কারণ, দুধের দাম নিয়ন্ত্রণের কোন সংস্থা নেই।
কে.সি. দাশ সহ বেশ কিছু বিখ্যাত মিষ্টান্ন বিক্রেতা কর্ণধাররা জানিয়েছেন, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দামের তেমন প্রভাব পড়ে না, কারণ, তারা বছরভিত্তিক চুক্তি করেন। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দামের প্রভাব পড়ে সবচেয়ে বেশি। করোনার প্রকোপে এই বছর পুজোর আনন্দ অনেকটাই মাটি হয়েছে বাঙালির। তার ওপর দুধ এবং মিষ্টির দাম বাড়ায় আরও অস্বস্তিতে বাঙালি।