আবারো মানবিক দেব, বিনামূল্যে খাবার পৌঁছে দেবেন করোনা রোগীদের কাছে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 7:51 p.m.
দেব instagram.com/imdevadhikari

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে বদ্ধপরিকর দেব এবং তার টিম, কুর্নিশ!

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ।এই রাজ্যে প্রতিটা হাসপাতালে এখন প্রচুর করোনা রোগী আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এই পরিস্থিতিতে এবার তৃণমূল নেতা তথা অভিনেতা দেব আবারো মানবিক ভূমিকায় এলেন মানুষজনের সেবা করতে। তিনি এবারে জানিয়ে দিলেন, নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে কোভিড রোগীদের জন্য খাবার সরবরাহ করবেন তিনি। এই খবর তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন। তিনি টুইটারে লিখে একথা সকলকে জানিয়েছেন।

তিনি লিখেছেন, "আমাদের দল টলি টেলস এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্টের তরফ থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ৫০ জনকে খাবার দেওয়ার মাধ্যমে আমরা উদ্যোগটি শুরু করলাম। আগামী দিনে চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন মতো টলি টেলস থেকে এই পরিষেবা নিতে পারেন।" তবে এই প্রথম না, দেব এর আগেও বহুবার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আগেও অনেক পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও সকলকে এই করোনা মহামারী থেকে রক্ষা করার জন্য বারবার মাস্ক পরার অনুরোধ করছেন। এছাড়াও চন্দ্রকোনা গ্রামের একজন দৃষ্টিহীন পড়ুয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দেব। আর এবারে করোনা আক্রান্তদের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নজির গড়লেন দেব।