"উপযুক্ত সম্মান দেয়নি দল", ক্ষোভে তৃণমূল ত্যাগ তারকা নেত্রী দেবশ্রী রায়ের
সুব্রত বক্সীকে চিঠি দিয়ে আজ অর্থাৎ সোমবার দেবশ্রী রায় দলত্যাগ করেছেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। কিন্তু এমন সময় শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে দলত্যাগ করলেন বিধায়ক তথা তারকা নেত্রী দেবশ্রী রায়। তিনি আজ অর্থাৎ সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তার দলত্যাগের কথা জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে। আসলে বেশ কিছুদিন আগে থাকতেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল যে বিধায়ক দেবশ্রী রায় হয়তো ঘাসফুল শিবির ত্যাগ করবেন। তারপর আজ জল্পনার অবসান ঘটিয়ে বেলা গড়াতেই সুব্রত বক্সীকে চিঠি দিয়ে অভিনেত্রী দলত্যাগ করেছেন। সেই সাথে তিনি তার দলত্যাগ করার কারণের ব্যাখ্যাও দিয়েছেন।
দেবশ্রী রায় আজ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, "দল সবসময় শুধু আমাকে ব্যবহার করেছে। কিন্তু পরিবর্তে আমি আমার উপযুক্ত সম্মান পাইনি।" আসলে দেবশ্রী রায় গত দুইবারের বিধায়ক হওয়ার পরেও মন্ত্রিত্বপদ পায়নি কখনোই। এছাড়াও অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না হতে পারায় তার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা তাঁর বক্তব্যের মাধ্যমেই বোঝা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে গত দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দেবশ্রী রায়। কিন্তু তার এলাকাতেই তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও দুর্নীতির অভিযোগ পাচ্ছিল দল। তবে এখন বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠেছে তাহলে কি এবার দেবশ্রী রায় গেরুয়া শিবিরে যোগদান করবেন? অবশ্য এই ব্যাপারে টলিউড অভিনেত্রী সাফ জানিয়েছেন, "অভিনয়ে ফিরতে চাই। বেশ কয়েকটি অফার আছে আমার কাছে।"