হিন্দি ছবিতে কাজ পাওয়ার আশাতেই সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, বিতর্কিত মন্তব্য চিরঞ্জিতের
বাংলা সিনেমার অবস্থা খারাপ, তাই সবাই রাজনীতিতে: চিরঞ্জিত
সিনেমা এবং সিরিয়ালের অবস্থা খুব খারাপ। তাই সকলে চলে আসে রাজনীতির দিকে। নির্বাচনের ঠিক আগে এরকম একটি বেফাঁস মন্তব্য করে আবারো বিতর্কে জড়ালেন বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত। তিনি বললেন, "সিনেমার দিকে যদি বেশি কাজ করতো, তাহলে হয়তো রাজনীতিতে আসতে পারতো না।" বিধানসভা নির্বাচনের আগে টলি তারকারা একের পর এক রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। কেউ কেউ গেছেন গেরুয়া শিবিরে আবার কেউ কেউ গেছেন ঘাসফুল শিবিরে। একুশের ভোটের আগে রাজনীতির ময়দানে হাতেখড়ি দিয়েছেন অনেকেই। রাজ চক্রবর্তী থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, তালিকাটা কিন্তু বেশ লম্বা।
তারকাদের ছটায় ঢাকা পড়ে গিয়েছে অনেকেই হেভিওয়েট বিধায়ক। তৃণমূলের থেকে ২৭ জনকে টিকিট দেওয়া হয়নি। অন্যদিকে গেরুয়া শিবিরে ইতিমধ্যেই একজনের নাম ঘোষণা হয়ে গিয়েছে তারকা প্রার্থী হিসেবে। খড়গপুর সদর আসন থেকে লড়তে চলেছেন টলি অভিনেতা হিরণ। কিন্তু রাজনীতিতে আসা কেন, এই নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত বললেন, "আমাদের বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ। ছবি হচ্ছে না, সিনেমা হলগুলো বন্ধ। করোনাভাইরাস এর জন্য কোন অনুষ্ঠান হচ্ছে না। এই কারণে সবাই পেশা হিসেবে রাজনীতিতে চলে আসছেন। হিন্দি ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য আছে বিজেপি আর বাকিরা তৃণমূলের।" স্বভাবতই চিরঞ্জিতের এই মন্তব্যের পর চাঞ্চল্য রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি এই নিয়ে।