গরু ও মাদক পাচারকারী ব্যক্তিকে কুপিয়ে খুন রাতের অন্ধকারে, চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2021   শেষ আপডেট: 26/02/2021 5:01 p.m.
খুন

উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে

এবার নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী রইল উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকা। রাতের অন্ধকারে বাড়ির সামনে গলার নলি কেটে এলোপাথাড়ি কুপিয়ে খুনের ঘটনা চমকে দিয়েছে এলাকাবাসীকে। জানা গিয়েছে, বিধান সরকার নামক মৃত ব্যক্তি আগে গরু ও মাদক পাচারের মতো বেআইনি কাজে নিযুক্ত ছিলেন। পাশাপাশি মহিসাকাঠি বাজারে একটি মাছের খাবার ও ফার্নিচারের দোকান ছিল তার নামে। গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিল বিধান সরকার। সে তার বাড়িতে পৌঁছে বাইক গ্যারেজ করার সময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়। বাড়ি থেকে শব্দ পেয়ে তার ছেলে বাইরে বেরিয়ে এলে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে। তারপর গাইঘাটা থানার পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই দেহ উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। তার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার শরীরের মাথায় গলায় এবং পায়ে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের চিহ্ন আছে। পুলিশ জানিয়েছে যে এর আগে এই মৃত ব্যক্তির নামে গরু পাচার ও মাদক পাচারের অভিযোগ ছিল। এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গরু পাচারকারী বা মাদক পাচারকারীদের নিয়ে খুবই সক্রিয় ভূমিকা নিয়েছে। কিন্তু এখন ওই ব্যক্তি অসৎ সঙ্গ ছেড়ে সমাজসেবায় মন দিয়েছিল। পুলিশের সন্দেহ পুরনো শত্রুতার জেরে ওই ব্যক্তিকে খুন হতে হয়েছে। এরপর ঘটনার সম্পূর্ণ বৃত্তান্ত জানতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।