"বাংলা তাদের মেয়েকে চায়, পিসিকে নয়", তৃণমূলকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 4:51 p.m.
বিজেপির ফেসবুক পোস্ট facebook@bjp west bengal

অন্যদিকে তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোর পুরনো টুইট উল্লেখ করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন

গতকাল নির্বাচন কমিশন সমস্ত জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে বাংলা বিধানসভা নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা করে। আর তারপর থেকেই নয়া রূপে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। ভোটের দিন ঘোষণার পরেই তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোর তার পুরনো একটি টুইট উল্লেখ করে ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ হেনেছেন। আসলে গত ডিসেম্বর মাসে প্রশান্ত কিশোর টুইট করে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিল, "এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ২ অঙ্কের আসন সংখ্যা পার করতে পারবে না। আর তারা তা পেরে গেলে তিনি স্বয়ং তার কাজ ছেড়ে দেবেন।" এবার তিনি গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণার পর আজ শনিবার পুরনো টুইটার কথা উল্লেখ করে বলেছেন, "আমার এই টুইটটা সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব।"

অন্যদিকে ভোটের দিন ঘোষণার পর গেরুয়া শিবির নিষ্ক্রিয় রয়েছে এমনটা নয়। দিনক্ষণ ঘোষণার পরপরই বিজেপি শিবির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সফরের কর্মসূচি প্রকাশ করেছে। এছাড়া ঘাসফুল শিবিরের নয়া স্লোগান "বাংলা তার মেয়েকে চায়" এর তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তৃণমূলের স্লোগান এর পাল্টা খোঁচা দিয়ে বিজেপি নতুন শ্লোগান দিয়ে ফেসবুক পোস্টে লিখেছে, "বাংলা তার মেয়েকে চায়, পিসিকে নয়।" সেই সাথে তাদের ফেসবুক পোস্টের ছবিতে বঙ্গললনা গেরুয়া নেত্রী দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষ ও অগ্নিমিত্রা পালেদের দেখা গেছে। সবমিলিয়ে নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরম থেকে চরমতর হচ্ছে।