পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালুর দাবীতে রেলমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/10/2020   শেষ আপডেট: 17/11/2020 2:40 a.m.
By Dss1991 - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=78650096

এখনও ট্রেন চলাচলের সম্মতি মেলেনি রাজ্যের তরফে

আনলক পর্ব শুরু হতেই বাস, ট্যাক্সি, অটো, প্রাইভেট গাড়ি এবং অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক হলেও এখনও নিত্যযাত্রীদের জন্য লোকাল ট্রেন চালু করেনি রাজ্য সরকার। গুটিকয় ট্রেন রেলকর্মীদের যাতায়াতের জন্য চলায় ইতিমধ্যেই চুঁচুড়া, লিলুয়া সহ বেশ কিছু স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন মানুষ। এই অবস্থায় রাজ্যে রেল চলাচল স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ স্বপন দাসগুপ্ত।

তাঁর দাবী, রাজ্যে যত দ্রূত সম্ভব লোকাল ট্রেন চালুর ব্যবস্থা করুক সরকার, এবং সেই সঙ্গেই যেন মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ববিধির মত সতর্কতাো অবলম্বন করা হয়। অন্যদিকে সূত্রের খবর, লোকাল ট্রেন চালুর প্রস্তাবে কেন্দ্রের চিঠির কোন জবাব রাজ্যের তরফে না পাওয়ায় ট্রেন পরিষেবা আপাতত শুরু করা যাচ্ছে না।