দেশের প্রথম এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জিএম শ্যামলী হালদার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/12/2020   শেষ আপডেট: 04/12/2020 2:57 a.m.
-

নতুন পালক বাঙালির মুকুটে

বাঙালির গর্বের মুকুটে আরও এক নতুন পালক যোগ করে ভারতের প্রথম এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার হলেন শ্যামলী হালদার।

৫৬ বছর বয়সী শ্যামলী হালদারের জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া সবকিছুই মহারাষ্ট্রের নাগপুরে। ১৯৯০ সাল থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে বিভিন্ন সময়ে এয়ার ড্রোম অফিসার, জয়েন্ট জেনারেল ম্যানেজার, বা ট্রাফিক সিস্টেম ইনচার্জ- এর মত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। অবশেষে তার ৩০ বছরের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার জোরেই পূর্ব ভারতের সমগ্র আকাশপথের ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব এখন তাঁর হাতে।

বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, চলচ্চিত্র থেকে খেলাধুলো - সবকিছুতেই বাঙালিরা পথ দেখিয়েছেন ভারতকে। সেই তালিকায় শ্যামলী হালদারের এই সাফল্য নিঃসন্দেহে এক নতুন অধ্যায়।