"যত বলছে জয় শ্রীরাম, তত বাড়ছে গ্যাসের দাম", বিজেপিকে তুলোধোনা অভিষেকের
বাঁকুড়ার শালতোড়ায় অভিষেক ব্যানার্জি আজকে একটি রোড শোতে উপস্থিত ছিলেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। আর মাত্র ১০ দিনের মাথায় বাংলায় প্রথম দফার নির্বাচন শুরু হবে। প্রথম দফা নির্বাচন ৩০ আসনে হবে যার মধ্যে আছে বাঁকুড়ার শালতোড়া। তাই আজ বুধবার ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি শালতোড়ায় একটি রোড শোতে উপস্থিত ছিলেন। তিনি সেই রোড শো থেকে বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দেগেছেন। তিনি আজকে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে বলেছেন, "একদিকে জয় শ্রীরাম স্লোগান উঠছে আর অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম।"
এছাড়াও এদিন রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, "বারবার বাংলা সফরে এলে কোন লাভ হবে না বিজেপির। কেন্দ্রীয় নেতারা আজকাল ডেলি প্যাসেঞ্জারি করছে। কিন্তু করোনার সময় এই নেতাগুলিকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়নি। কিন্তু এখন যতই আসুক জয় আর তাদের সম্ভব না। ভাঙা পা নিয়ে যুদ্ধ করে জিতবে তৃণমূল কংগ্রেস। আর যদি হেরে যাই তাহলে আর কখনো রাজনীতির ময়দানে পা দেবো না।" সেইসাথে তিনি সাধারণ জনতার উদ্দেশ্যে বলেছেন, "আমাদের লড়াই করতে হবে মমতাকে জেতানোর জন্য নয়। বরং এই লড়াই হবে বহিরাগতদের হারানোর জন্য।" এছাড়া সভাশেষে তিনি তৃণমূলের বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদির কথা সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন।