শব্দবাজি ফাটানোয় নিষেধ, বালিতে আক্রান্ত ৭ পুলিশকর্মী
আটক ৫ অভিযুক্ত, খোঁজ চলছে বাকিদেরও
হাইকোর্টের নির্দেশকে অমান্য করেও শব্দবাজি ফাটানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বেলুড় থানার ৭ জন পুলিশ নিজেরাই আক্রান্ত হলেন। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বালিতে।
সূত্রের খবর, বালির এক অভিজাত আবাসনের বাসিন্দারা শব্দবাজি ফাটাচ্ছিলেন, এবং সেই খবর পেয়ে ব্যাপারটি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন বেলুড় থানার পুলিশ। অভিযোগ, অবিলম্বে শব্দবাজি ফাটাতে নিষেধ করা হলে তাঁদের ওপর চড়াও হন ওই আবাসনের বেশ কিছু বাসিন্দা। দুপক্ষের ধস্তাধস্তি এবং আবাসনের বাসিন্দাদের আক্রমণে আহত হন ৭ জন পুলিশকর্মী। দ্রুত আক্রান্তদের কাছেই টি এল জয়সওয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এই মূহুর্তে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের, যদিও কারুরই আঘাত তেমন গুরুতর নয়।
এই ঘটনার পরেই অভিযুক ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল ঘুরে দেখে এবং অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে।