"শেষ ৪ দশকের মধ্যে আজ সুষ্ঠুভাবে ও অবাধ ভোট হয়েছে", জানালেন কৈলাস বিজয়বর্গীয়
আজকে বাংলার ৫ জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্র জুড়ে ভোটগ্রহণ পর্ব চলছে
আজ শনিবার ২৭ মার্চ বাংলার প্রথম দফা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আজকে বাংলার ৫ জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্র জুড়ে ভোটগ্রহণ পর্ব চলছে। এই প্রথম দফা ভোট প্রসঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, "অনেকদিন ধরে ভোট দেখছি। প্রথম দফার ভোটে কম রিগিং হয়েছে। তুলনামূলক কম হিংসা হয়েছে। ৯০ শতাংশ বুথে নির্বিঘ্নে ভোট হয়েছে। যদিওবা দ্বিতীয় দফার ভোটে আরো সাবধানতা অবলম্বন করতে হবে।" এছাড়াও তিনি বলেছেন, "আজ শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছে। তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে এই সমস্যা মেটাতে হবে। পরবর্তী দ্বিতীয় দফার নির্বাচনে যাতে বাংলার মানুষ ১০০ শতাংশ নির্ভয়ে ভোট দিতে যেতে পারে তা দেখবে মুখ্য নির্বাচনী আধিকারিকরা।"
আজ দুপুরে ভোট চলাকালীন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি এক প্রতিনিধি দল যাতে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং ও শিশির বাজোরিয়া। সেখান থেকেই তারা জানিয়েছে যে সবকিছু দিক থেকে বিচার করলে শেষ ৪ দশকে আজকের বাংলায় সবচেয়ে বেশি সুষ্ঠু ও অবাধ ভোট হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, "ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে।"