জয় শ্রীরাম স্লোগানে 'শিষ্টাচার' আছে, ওতে খারাপ লাগার কিছু নেই : মমতাকে খোঁচা যোগীর
বাংলায় শাসকের আসনে বসবে বিজেপি, আশাবাদী অদিত্যনাথ
অতিসম্প্রতি নেতাজির ১২৫ তম জন্মদিনে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগানে অপমানিত বোধ করে বক্তৃতা না দিয়ে প্রধানমন্ত্রীর সামনেই মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে এবার মন্তব্য করতে ছাড়লেননা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তার মতে এই স্লোগানে খারাপ লাগার মতো কিছু নেই।
এদিন লখনউ এর সরকারি বাসভবনে যোগীর কথায় উঠে আসে এই স্লোগান সম্বোধনার্থে অনেকেই ব্যবহার করেন কারণ প্রত্যেক ভারতীয়ের মনে রাম-নামে এক বিশেষ অনুভূতি জাগে। তাই তার বহিঃপ্রকাশ এক ধরনের শিষ্টাচার এবং এতে খারাপ লাগার মতোও কিছু নেই। বাংলার সমস্ত বিজেপি বিরোধী দলগুলিও অবশ্য ওই দিনের ঘটনায় তীব্র সমালোচনা করেছে এবং রামের নামে জয়ধ্বনি ভক্তির গন্ডি পেরিয়ে কেবলই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে, অভিযোগ এসেছে নানা মহল থেকে। যোগী অবশ্য বলেন এই স্লোগান কারোর ওপর জোর করে চাপানো বা জোরজুলুমের বিষয় না। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিকা নিয়েও আশাবাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এ রাজ্যে বিজেপির ওপর মানুষের আস্থা দেখে খুশি তিনি এবং আগামী দিনে বিজেপিই সরকার গড়বে বাংলায়, এও বলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরেই উত্তরপ্রদেশেও বিধানসভা নির্বাচন।