প্রতিবাদে গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন কুস্তিগিররা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/05/2023   শেষ আপডেট: 30/05/2023 2:01 p.m.
instagram.com/vineshphogat

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-য়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে এবার গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন কুস্তিগিররা। তাঁদের ওপর হেনস্থা এবং বিজেপি সাংসদের ওপর অভিযোগে এই সিদ্ধান্ত। জানালেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার। আজ, মঙ্গলবার ভারত তথা নিজের দেশের হয়ে জেতা সমস্ত পদক সন্ধ্যা ৬টায় হরিদ্বারে বিসর্জন দেবেন তাঁরা।

বিজেপি সাংসদের বিরুদ্ধে কয়েক দিন ধরেই দিল্লির যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তিগিরেরা। একই ছবি ছিল রবিবার। তবে রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধনের জন্য দিল্লি মুড়েছিল নিরাপত্তার চাদরে। তবে এই দিনই অর্থাৎ গত রবিবার দিল্লিতে দেশের নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন সাক্ষী মালিক সহ দেশের আন্দোলনরত কুস্তিগিরদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ।