ব্যবহার করে মেলেনি সুফল! করোনা চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগের বিরোধিতায় হু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/05/2021   শেষ আপডেট: 21/05/2021 5:48 a.m.
রেমডিসিভির twitter.com/pudharionline/

করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে এই মেডিসিন কোনো কাজ করে না বলেই প্রমাণিত

করোনা চিকিৎসার জন্য সারাবিশ্ব সহ ভারতে দেদার ব্যবহার করা হয়েছিল একটি বিশেষ অ্যান্টিভাইরাল ড্রাগ। এই ড্রাগের নাম রেমডেসিভির। কিন্তু এই ওষুধটি ব্যবহার করে তেমন একটা লাভ হয়নি। তাই এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওষুধ ব্যবহারের জন্য ভৎসর্না করেছে প্রত্যেকটি দেশের প্রধানকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ওষুধটি ব্যবহার করে তেমন একটা লাভ হয়নি কারণ করোনাভাইরাস এই ওষুধটিকে সম্পূর্ণরূপে শুষে নিয়েছে। তার ফলে ড্রাগটি ব্যবহারের একেবারেই অযোগ্য এই মারন ভাইরাসের বিরুদ্ধে।

এছাড়াও নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছিল, করোনা ভাইরাসে আক্রান্ত যারা রয়েছেন তাদের মধ্যে ৫৩ শতাংশ রোগীর ক্ষেত্রে নাকি আবার রেমডেসিভির ওষুধটি ৭৩ শতাংশ কার্যকরী। কিন্তু কয়েকজনের জন্য আবার কিডনি এবং লিভারের জটিলতা দেখা গিয়েছিল। আদতে, মার্কিন কোম্পানির ওষুধ রেমডেসিভির একটি রোগ প্রতিরোধী এবং ভাইরাস বিরোধী ড্রাগ। ইবোলা জাতীয় ভাইরাসের ক্ষেত্রে এটি তৈরি করা হয়েছিল। মানব কোষে ঢোকার পর ভাইরাসের বংশবৃদ্ধি আটকানোই এই ওষুধটির প্রধান কাজ।