জনতার বিচারে সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা কারা পেলেন? ভোটের আগে জানুন সেরা পারফরম্যান্স
তাঁর হিন্দুত্ববাদী ভাবমূর্তিই তাঁকে সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা দিয়েছেন
সামনেই বিধানসভা নির্বাচন, মসনদে বসার লড়াইয়ে জোরকদমে চলছে রাজনৈতিক তরজা। জনতার বিচারে দেশের সেরা মুখ্যমন্ত্রী (Chief Minister) কে? প্রথম দশেই বা কে কে রয়েছেন? সম্প্রতি এই বিষয়ে এক সমীক্ষা পেশ করা হয়, যেখানে উঠে এসেছে দেশের সেরা দশজন মুখ্যমন্ত্রী নাম। আর তার মধ্যেই পারফরম্যান্সের নিরিখে ফের দেশের সেরা মুখ্যমন্ত্রী নাকি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)! সদ্য হাথরাস গণধর্ষণ, লাভ জেহাদ আইন নিয়ে বেশ প্রশ্নের মুখেই পড়তে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। তারপরেও সমীক্ষায় তিনিই সেরা!
অবাক হচ্ছেন? নাকি আপনারও একই মত? তবে মতামত যাই হোক না কেন, সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র’ মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে দেশের প্রায় ২৫ শতাংশ মানুষ মনে করছেন মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথই সবার চেয়ে ভাল পারফর্ম করেছেন। সমীক্ষকদের ধারণা, যোগীর সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মূল কারণই হল, তাঁর হিন্দুত্ববাদী ভাবমূর্তি।
এমনকি ওই সমীক্ষা অনুযায়ী, পারফরম্যান্সের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দ্বিতীয় স্থানে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইন্ডিয়া টুডে’র মুড অফ দ্য নেশন সমীক্ষায় সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন যোগী সরকার। এমনকি কয়েকদিন আগেই, এবিপি-সি ভোটার জরিপে দেশের সর্বাধিক জনপ্রিয় নেতার তালিকার শীর্ষে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (arvind kejriwal) ছিলেন দ্বিতীয় স্থানে। এবং তৃতীয় স্থানে ছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এবং চতুর্থ স্থানে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ করছিলেন।
তবে এবারের মুড অফ দ্য নেশন সমীক্ষা আবার অন্য কথা বলতেই, এ ধরনের সমীক্ষাকে রাজনৈতিকভাবে ততটা গুরুত্ব দিতে নারাজ রাজনৈতিক দলগুলি।