হু প্রধানের মুখে 'কেম ছো ... মাজামা?' শুনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীও
ঠিক কী বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, দেখুন সেই ভিডিও
বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারের সময় সেই রাজ্যের প্রধান ভাষায় কিছু বলা নিদেন পক্ষে সম্ভাষণটুকু রাজনৈতিক নেতাদের কাছে রেওয়াজে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিভিন্ন রাজনৈতিক সভায় সেই অঞ্চলের স্থানীয় ভাষায় কথা বলেছেন, প্রশংসা কুড়িয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান ট্রেডোস অ্যাডানম গেব্রিয়েসাসের গলায় তেমনই শোনা গেল গুজরাতি ভাষা। যেকথা শুনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হেসে উঠলেন।
গতকাল গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। যেখানে উপস্থিত ছিলেন হু-র প্রধান ট্রেডোস অ্যাডানম গেব্রিয়েসাস। নিজের বক্তব্যের শুরুতে তিনি গুজরাতি ভাষায় সকলকে অভিবাদন জানান। বলেন, "কেম ছো... মাজামা?" যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, "কেমন আছেন ... ভাল তো?" একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের মুখে গুজরাতি শুনে দর্শকাসনে উপস্থিত ব্যক্তিদের হাততালির বন্যা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেশ আমোদ পান।
উল্লেখ্য, গত কয়েক বছরে ভারতের ট্রাডিশনাল মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদ চর্চার প্রসার ঘটেছে। গোটা বিশ্বের মানুষের কাছে ভারতের ঐতিহ্যবাহী আয়ুর্বেদ চর্চার বিশ্বাসযোগ্যতা পৌঁছে গিয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী তাঁর বহু বক্তব্যে একথা তুলে ধরেছেন। তিনি এদিনের ভাষণে বলেন, "ভারত এই চিকিৎসা কেন্দ্রটি মানবতার সেবার কাজে ব্যবহার করবে। এটি আমাদের কাছে একটা বড় দায়িত্ব। কেন্দ্রটি ঐতিহ্যগত ওষুধের মাধ্যমে বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ করবে। এটি স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ।"