আরিয়ানের মামলা থেকে শেষ পর্যন্ত সরতে হল ওয়াংখেড়েকে
ওয়াংখেড়েকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর
আরিয়ানের মাদক (Drug) মামলা (Aryan Case) থেকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল এনসিবি কর্তা (NCB) সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)।
তাহলে আরিয়ানের মামলার কী হবে? এ বিষয়ে জানা গেছে, আরিয়ানের মাদক কাণ্ড-সহ আরও কয়েকটি মামলার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম (SIT)। যার নেতৃত্বে থাকছেন সঞ্জয় সিং (Sanjay Singh)।
উল্লেখ্য, গত ২রা অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা-সহ আটজনকে গ্রেফতার করে এনসিবি। এই গ্রেফতারের প্রক্রিয়ায় প্রধান এনসিবি কর্তা ছিলেন, সমীর ওয়াংখেড়ে। আরিয়ানের মামলার পরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠে তোলাবাজির অভিযোগ। এমনকি অভিযোগ ওঠে, জাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে চাকরি পেয়েছেন সমীর।
গত সোমবারই দিল্লিতে এনসিবির মুখ্য কার্যালয়ে হাজির ছিলেন সমীর ওয়াংখেড়ে। তোলাবাজির অভিযোগ নিয়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চালাচ্ছে এনসিবি। উল্লেখ্য, আজ জামিনের শর্ত মেনেই এনসিবির দফতরে হাজিরা দিয়েছিলেন আরিয়ান খান।