টিকাবিহীন ও অনূর্ধ্ব ১৫ বয়সীদের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অনুমতি দেওয়া হবে না
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ২৬শে জানুয়ারী রাজপথের অনুষ্ঠানে লোকেদের সমস্ত কোভিড-প্রোটোকল মেনে চলতে হবে এবং টীকাপ্রাপ্ত ব্যক্তিরাই একমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে
প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে অংশগ্রহণকারী ব্যক্তিদের অবশ্যই কোভিডের (Covid -19) সম্পূর্ণ টিকাকরণ (Vaccination) হয়ে থাকতে হবে এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে যোগদানের অনুমতি দেওয়া হবে না, দিল্লি পুলিশের (Delhi Police) জারি করা নির্দেশিকাতে স্পষ্ট করে এমনটাই জানানো হয়েছে। দিল্লি পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে ২৬শে জানুয়ারী রাজপথের অনুষ্ঠানে লোকেদের সমস্ত কোভিড-প্রোটোকল (Covid Protocol) মেনে চলতে হবে, যেমন মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি। দিল্লি পুলিশ টুইট করে জানিয়েছে "প্রত্যেক দর্শকদের করোনাভাইরাস-বিরোধী ভ্যাকসিনের উভয় ডোজ থাকা প্রয়োজন। দর্শকদের তাদের টিকা শংসাপত্র আনতে অনুরোধ করা হচ্ছে।" এছাড়া 15 বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবেনা দিল্লি পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশিকাগুলি তালিকাভুক্ত করে, দিল্লি পুলিশ টুইট করেছে যে সকাল 7 টায় দর্শকদের জন্য বসার জায়গাগুলি খোলা হবে এবং তাদের সেই অনুযায়ী আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যেহেতু পার্কিং সীমিত, দর্শকদের কারপুল বা ট্যাক্সি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের একটি বৈধ পরিচয়পত্র বহন করতে এবং নিরাপত্তা চেক করার সময় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। দিল্লি পুলিশ টুইটে এও জানিয়েছে, "প্রতিটি পার্কিং এলাকায় রিমোট-নিয়ন্ত্রিত গাড়ির চাবি জমা করার ব্যবস্থাও থাকবে।"