পুরনো গাড়িতে এবার দিতে হবে অতিরিক্ত গ্রীন ট্যাক্স, জানালো পরিবহন মন্ত্রক
পুরনো গাড়িতে রোড ট্যাক্সের ১০-২৫ শতাংশ হারে এই গ্রিন ট্যাক্স নেওয়া হবে
এবার থেকে ৮ বছরের পুরনো গাড়িতে অতিরিক্ত কর দিতে হবে। এমনটাই জানালো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক। এবার থেকে আপনার গাড়ির বয়স আট বছরের বেশি হয়ে গেলে সেই গাড়িতে গ্রীন ট্যাক্স বসাবে সরকার। ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় এই অতিরিক্ত টাকা দিতে হবে। বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক প্রস্তাবটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠিয়েছে। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই গ্রিন ট্যাক্স আদায়ের কথা জানিয়ে দেওয়া হবে।
গাড়ির বয়স যদি ৮ বছরের বেশি হয়ে যায় তখন সাধারণের তুলনায় বেশি কর দিতে হবে। রোড ট্যাক্সের ১০-২৫ শতাংশ হারে এই গ্রিন ট্যাক্স দিতে হবে। আবার যেসব শহরে পরিবেশ দূষণের মাত্রা বেশি সেখানে রোড ট্যাক্সের ৫০ শতাংশ অব্দি গ্রিন ট্যাক্স দিতে হতে পারে। তবে গন পরিবহনের ক্ষেত্রে এই করের হার বেশ অনেকটাই কম। এছাড়াও হাইব্রিড কার, ইলেকট্রিক কার, চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর, টিলার ইত্যাদিকে এই আইনের আওতায় রাখা হয়নি। পরিবহন মন্ত্রক জানিয়েছে, এই আইনের দ্বারা আয় করা রাজস্বের একটি পৃথক কোষাগার তৈরি হবে। সেই অর্থ পরিবেশ দূষণ রোধের কাজে লাগবে।