নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পাল্টে করা হোক নীরজ চোপড়ার নামে, দাবি TMC-র
গত ৭৫ বছরে এই উচ্চতায় কোনও অ্যাথলিট পৌছতে পারেননি, তাই নীরজকে যোগ্য সম্মান দেওয়া হোক : TMC
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, PM)। 'খেলরত্ন'-এর নাম বদলে গোটা ভারত জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান ইতিমধ্যেই কটাক্ষের সুরে ট্যুইট করে বলেছেন, "এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি। কোনও পুরস্কারের আগে কোনও পুরুষ বা মহিলা ক্রীড়াবিদের নাম যোগ হওয়াটা সেই ক্রীড়াবিদকে স্বীকৃতি দেওয়া। তাঁকে সম্মানিত করা। তবে আশা করি খেলাধূলায় আরও অনেক কিছুই শুরু হবে।আশা করি ভবিষ্যতে স্পোর্টস স্টেডিয়ামগুলোর নামও ক্রীড়াবিদদের নামেই হবে।"
অন্যদিকে ধ্রব রাঠি বলেছিলেন, "রাজীব গান্ধী খেলরত্ন হয়েছে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন। অসাধারণ সিদ্ধান্ত মোদী সরকারের। আশা করছি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও জেটলি স্টেডিয়ামেরও নামবদল হবে। সমস্ত রাজনীতিবিদদের নাম সরিয়ে দেওয়া হোক।"
বিরোধীদেরও দাবি ছিল, "গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামও দেওয়া হোক ক্রীড়াবিদের নামে।" তবে এবার তৃণমূলের দাবি, আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পাল্টে করা হোক নীরজ চোপড়ার নামে। শাসকদলের দাবি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এবার প্রধানমন্ত্রীর নিজের নামের স্টেডিয়ামটির নামও নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়াম থেকে নীরজ চোপড়া স্টেডিয়াম করা হোক।
এ বিষয়ে শনিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, "আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পাল্টে নীরজ চোপড়া স্টেডিয়াম করা হোক। স্বাধীনতার পর এই প্রথম অলিম্পিক (Tokyo Olympics) অ্যাথলেটিক্সে সোনা পেল ভারত। গত ৭৫ বছরে এই উচ্চতায় কোনও অ্যাথলিট পৌছতে পারেননি। তাঁর নামে মোতেরার স্টেডিয়ামের নাম করলে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে। আর এখন তো নাম পালটানোর যুগ, সুতরাং এটা মানানসইও হবে।"