মুম্বাইয়ে সম্পূর্ণ লকডাউন হতে পারে, জানাল মুম্বাইয়ের মেয়র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 4:45 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

মহারাষ্ট্রের মধ্যে শুধু মুম্বাইতে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৩৯ জন

গোটা দেশজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিক ফের ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেন ছড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এই করোনা দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা দেশবাসী। এমনকি গতকালের দৈনিক সংক্রমণ সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক করোনার সংক্রমণ ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। করোনা সংক্রমণ পরিসংখ্যানের এমন গগনচুম্বী রূপ রীতিমতো উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে শোচনীয়। জানা গেছে গতকাল ৬৩৭২৯ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। মহারাষ্ট্রের মধ্যে শুধু মুম্বাইতে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৩৯ জন।

তবে এবার মুম্বাই তাদের সংক্রমণ কমানোর জন্য কঠিন পদক্ষেপ নিতে চলেছে। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানিয়েছন, "করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য ৯৫ শতাংশ মুম্বাইবাসী সমস্ত নিয়ম মানলেও, ৫ শতাংশ নিয়ম মানতে চাইছে না। আর তাদের জন্যই প্রতিনিয়ত সংক্রমণ বেড়ে যাচ্ছে। সম্প্রতি পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মুম্বাইজুড়ে সম্পূর্ণ লকডাউন চালু হবে।"