লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে বাড়িতে হাজির প্রধানমন্ত্রী, টুইটে শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2021   শেষ আপডেট: 08/11/2021 12:23 p.m.
-

"মাননীয় আডবাণী জী-কে জন্মদিনের শুভেচ্ছা জানাই" নরেন্দ্র মোদী

বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর (Lal Krishna Advani) ৯৪ তম জন্মদিনে সশরীরে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর বাড়িতে গিয়ে জানালেন শুভেচ্ছা বার্তা। এমনকী টুইটারে লিখলেন দীর্ঘ প্রশংসাসূচক পোস্ট। সোমবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "মাননীয় আডবাণী জী-কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের প্রার্থনা করি।"

বিজেপির সবচেয়ে বেশি সময়ের সর্বভারতীয় সভাপতি থাকা লালকৃষ্ণ আডবাণীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির কেন্দ্রীয় স্তরের অসংখ্য নেতৃত্ব। তবে প্রধানমন্ত্রী শ্রীমোদীর দীর্ঘ টুইট বার্তা সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘ টুইট বার্তায় আরও বলেছেন, "তাঁর প্রখর মেধাশক্তি এবং জনগণকে নেতৃত্ব দেওয়ার অসীম ক্ষমতা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পাণ্ডিত্য এবং জ্ঞানের কাছে মাথা নত করতে হয়।"

উল্লেখ্য, আগামী বছরেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, তার আগেই বিজেপির অন্দরের ড্যামেজ কন্ট্রোলে লেগে পড়েছেন স্বয়ং নরেন্দ্র মোদীও। দেশের অর্থনীতির সামগ্রিক বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। যার ফল চলতি উপনির্বাচন গুলিতে হাড়ে হাড়ে টের পেয়েছে বিজেপি। এমন অবস্থায় লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সখ্য এবং জন্মদিনে শুভেচ্ছাবার্তাকে অতি গুরুত্ব দিয়ে দেখছেন ওয়াকিবহাল মহল।