করোনায় দৈনিক সংক্রমণে আমেরিকাকেও ছাড়িয়ে গেল ভারত
একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজারের বেশি মানুষ, মৃত ২ হাজারের বেশি
গতকাল সারাদেশে করোনা সংক্রমণ কিছুটা স্বস্তি দিলেও আজ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা শুধুমাত্র গোটা দেশে সর্বোচ্চ নয়, বিশ্বেও সর্বোচ্চ। এমনকি আমেরিকার দৈনিক সংক্রমণকেও টপকে গেল ভারত। গোটা দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণের নিরিখে রেকর্ড গড়লো ভারত।
টানা ১৩ দিন পর গতকাল দৈনিক সংক্রমণ কিছুটা স্বস্তি দিয়েছিল। তবে বুধবার করোনা আক্রান্তের সংখ্যা পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। এ বছর জানুয়ারি মাসে আমেরিকায় দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন। বুধবার সারা দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জনের। এ যাবৎকাল সমগ্র বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
শুধুমাত্র করোনা আক্রান্তের সংখ্যা নয়, করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও ক্রমবর্ধমান। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সারাদেশে করোনায় বলি হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। পরিসংখ্যান অনুযায়ী প্রতি ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়েছে। সংক্রমণ রুখতে কেন্দ্র সরকার নানান ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে লকডাউনকে শেষ উপায় বলে ভাবা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, করোনাকে রুখতে লকডাউন একমাত্র পথ নয়। সচেতনতাই পারে এই মহামারী থেকে আমাদের রক্ষা করতে। আর কোন উপায় না থাকলে লকডাউনকে আমাদের শেষ রাস্তা বলে ধরে নিতে হবে। এমন অবস্থায় সারা দেশজুড়ে করোনার এই বাড়বাড়ন্তে চিন্তিত ওয়াকিবহাল মহল।