রাবণের লঙ্কায় ৫১ টাকা, সীতার নেপালে ৫৩ টাকা হলে রামের ভারতে ৯৩ টাকা কেন?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2021   শেষ আপডেট: 03/02/2021 10:36 a.m.
-facebook

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিজেপিকেই একহাত বিজেপি সাংসদের

এ এক বিরল নিদর্শন। তবে সত্যবচনে একধাপ এগিয়ে দলের সিদ্ধান্ত ও নীতিতে কিছুমাত্র ভ্রান্তি বা সংযোজন-বিয়োজন প্রয়োজন হলে এর আগেও সরব হয়েছেন রাজ্য সভার বিজেপি সাংসদ সুব্রহ্মন্যম স্বামী। পেট্রোল-ডিজেলের উত্তরোত্তর মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল আমজনতা, আর এবারের বাজেট পেশ হওয়ার পর সেই পেট্রোল-ডিজেলের ওপরই সেস্ চাপিয়ে দিল কেন্দ্রীয় সরকার, আর এতেই আমজনতার পাশে দাঁড়িয়ে স্বামী বিক্ষোভ প্রকাশ করেন নিজের ট্যুইটারে।

বিগত সপ্তাহগুলিতে হু-হু করে বেড়েছে পেট্রোপন্যের দাম। আমদানি শুল্ক কমার আশায় এই বাজেটের ওপর তাকিয়ে ছিল দেশবাসী। তা‌ কমলেও আরোপ হয়েছে কৃষি সেস্। ডিজেলের ক্ষেত্রে ৪টাকা/লিটার ও পেট্রোলের ক্ষেত্রে আড়াই টাকা/লিটার কৃষি সেস্ দিতে হবে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন এতে খুচরা বিক্রির ওপর প্রভাব পড়বে না, তবে বিজেপি সাংসদ সুব্রহ্মন্যম স্বামী এই সিদ্ধান্তে গভীর অসন্তোষ প্রকাশ করে গতদিন লেখেন, রামের ভারতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৩ টাকা। অথচ সীতার নেপালে ৫৩টাকা ও রাবণের লঙ্কায় মাত্র ৫১ টাকা। আর এই নিয়ে শাসক বিরোধী চাপানউতোর চলেছেই।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় এখন পেট্রোল ৮৭ টাকা ৬৯পয়সা/লিটার ও ডিজেল ৮০টাকা ৮পয়সা/লিটার।