বিজেপি বিরোধীতায় মুখ্যমন্ত্রীর পাশে এবার শিবসেনাও
বিরোধীদের একজোট হবার নির্দেশ
বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সমঝোতার নতুন সমীকরণ চলেছে সারা দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকারের বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে সমঝোতা করে একত্রে লড়াই করার নির্দেশ দিল শিবসেনা। তাদের মুখপাত্র সামনায় তৃণমূল সরকার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে এবং মমতার শিবির ভাঙার কাজে নেমেছে বিজেপি, এমনটাই দাবি করেছেন তারা। নির্বাচনের আগে প্রতিটি কেন্দ্রবিরোধী রাজনৈতিক দলের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য বলেই উল্লেখ করেন তারা।
বিজেপি বিরোধীতায় সমস্ত দলকে এক ছাতার তলায় এসে ইউপিএ জোট গঠন করতে হবে এবং শারদ পাওয়ারকে এই জোটের মুখ হিসেবে তুলে ধরতে হবে বলে লেখা ওই সামনায়। কংগ্রেসের হয়ে রাহুল গান্ধী একা লড়াই করছেন ঠিকই, তবে তাদের নেতৃত্ব বিজেপির কাছে হাসির খোরাক যাতে না হয় তাও নজর দিতে হবে। তারা কৃষকদের সমর্থন করলেও ইউপিএ জোটের কৃষক সংগঠনগুলি তাদের গুরুত্ব দেয়নি। কংগ্রেসও যেমন কেন্দ্রবিরোধী তেমনি তৃণমূল, শিবসেনা, অকালি দল, বিএসপি, সমাজবাদী পার্টি, ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতারাও বিজেপি বিরোধী তবে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ইউপিএ সংগঠনকে মজবুত করতে হবে বলেই মত শিবসেনার।