ভ্যাকসিনের আকাল! দেশের বাইরে টিকা তৈরি হবে বলে ঘোষণা সেরাম কর্তার
বেসরকারি হাসপাতালে ১৮ ঊর্ধ্বের টিকা পাওয়ার জন্য জুলাই মাস অব্দি অপেক্ষা করতে হতে পারে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে নাজেহাল গোটা ভারত। এই মুহূর্তে দেশজুড়ে চলছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা পৌঁছে গিয়েছে প্রায় অনেক রাজ্যেই। দীর্ঘদিন ধরে এই কোম্পানি ভারতের সমস্ত জায়গায় টিকার সরবরাহ করছে। এই অবস্থায় কোম্পানির প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই দেশের বাইরে টিকা প্রস্তুত করা শুরু করবে। দেশের এত পরিমান চাহিদা নাহলে মেটানো সম্ভব নয়। কিছুদিন বাদেই অফিশিয়ালি এই কথা কোম্পানি থেকে ঘোষণা করা হবে। প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউট দাবি করেছে যে তারা জুলাই মাসের মধ্যে প্রতিমাসে ১০০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ বানাতে পারবে।
অন্যদিকে, আজ ১ লা মে থেকে সমস্ত ১৮ বছরের উর্ধ্বের টিকা অর্থাৎ তৃতীয় পর্যায় টিকাকরণ শুরু হয়েছে। তবে বেশকিছু রাজ্য যেমন দিল্লি, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গায় টিকা না পৌঁছানোয় টিকাকরণ শুরু হয়নি। তাই চাহিদার পর্যাপ্ত যোগান দিতে চেষ্টা করছে সেরাম ইনস্টিটিউট। তবে এই মুহূর্তে জানানো হচ্ছে যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৪৫ ঊর্ধ্বের ব্যক্তির দ্বিতীয় ডোজ চলছে। হয়তো ১৮ উর্ধ্বের বেসরকারি হাসপাতালে জুলাই মাসের আগে টিকা পাওয়া সম্ভব নয়।