হুমকির ভয়ে ব্রিটেনে গিয়েছিলেন কি আদর পুনাওয়ালা? সত্যতা উন্মোচন করলেন নিজেই
"দ্রুত টিকা না দিলে ভালো হবে না", এমন হুমকি পেয়েছিলেন সেরাম কর্তা
ভারতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা সংক্রমণ ফের পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশজুড়ে দৈনিক সংক্রমণ ৩ লাখ ৮০ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। গোটা দেশজুড়ে চলছে করোনা টিকাকরন। প্রধানত গোটা দেশে টিকা সরবরাহ করছে সেরাম ইনস্টিটিউট (Serum Institute)। তবে সম্প্রতি জানা গিয়েছে সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawala) বিভিন্ন প্রভাবশালী মানুষের কাছ থেকে কার্যত হুমকি পেয়েছেন। তিনি নিজেই একটি সাক্ষাৎকারে বলেছেন যে তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, "দ্রুত টিকা না দিলে ভালো হবে না।"
এরপরই পুনাওয়ালা দেশ ছেড়ে ব্রিটেনে চলে যান। এতে জল্পনা শুরু হয় যে তিনি হয়তো কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার উপর ভরসা রাখতে পারছেন না। তাই ব্রিটেনে পালিয়ে গেছেন তিনি। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তিনি নিজেই গতকাল শনিবার টুইট করে বলেছেন, "টিকা নিয়ে ব্রিটেনে তাদের সহযোগীদের সাথে খুব ভালো একটি বৈঠক হল। কয়েকদিনের মধ্যে দেশে ফিরব। পুনেতে পূর্ণশক্তিতে ভ্যাকসিন তৈরীর কাজ চলছে। দেশে ফিরে আবার পুরো ব্যাপারটি তত্ত্বাবধানে রাখব।"