জল্পনার অবসান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এলেন রাজীব
রবিবার ত্রিপুরার আগরতলায় রবীন্দ্রভবনের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন প্রাক্তন মন্ত্রী
সমস্ত জল্পনার অবসান। দলত্যাগের ঠিক ৯ মাস না কাটতেই 'ঘর ওয়াপসি' রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আজ অর্থাৎ রবিবার ত্রিপুরার আগরতলায় রবীন্দ্রভবনের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন প্রাক্তন মন্ত্রী। রবিবার ত্রিপুরার সভায় তৃণমূলে যোগদানের পরেই বারংবার ক্ষমা চেয়েছেন রাজীব। জানিয়েছেন, তিনি লজ্জিত বিজেপিতে যোগদানের জন্য। সঙ্গেই ক্ষোভ প্রকাশ করে তাঁর বক্তব্য, "বিজেপি কোনওদিনই মানুষের জন্য ভাবেনি।" এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘যুব আইকন’ বলে সম্বোধন করে তিনি বলেন, “অভিষেকই একদিন নেতৃত্ব দেবে ভারতে।” সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় রাজীব। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দেবী, গোটা ভারতের মা।”
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিমানে ভুল করেছিলাম। রাগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় অভিষেক আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমি শুনিনি। আমাকে ভুল বোঝানো হয়েছিল। যেদিন বুঝতে পেরেছি, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আজকে আমি লজ্জিত, অনুতপ্ত।"