"কেন্দ্র সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির মত", তোপ দাগলেন রাহুল গান্ধী
কেন্দ্র সরকারের নয়া ভ্যাকসিন নীতিকে রাহুল গান্ধী বৈষম্যমূলক ও অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছেন
দেশজুড়ে প্রতিদিন করোনা সংক্রমনের গ্রাফ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার মানুষ। ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। এরমাঝে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে ১ লা মে থেকে ভারতে খোলা বাজারে ভ্যাকসিন পাওয়া যাবে এবং ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই ভ্যাকসিন নিতে পারবে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের এই "ভ্যাকসিন স্ট্যাটিজি" নিয়ে সরব হয়েছেন। তিনি কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে একাধিক ইস্যুতে কটাক্ষ করেছে যার ফলে সরগরম হয়ে গেছে গোটা দেশের রাজনীতি।
রাহুল গান্ধী কেন্দ্র সরকারের নতুন "ভ্যাকসিন স্ট্যাটিজি" কে মোদি সরকারের নোট বন্দির সাথে তুলনা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, "কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোট বন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তারা টাকা, স্বাস্থ্য সব খুইয়ে প্রাণ হারাবেন। অন্যদিকে দেশের কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।" কেন্দ্র সরকারের নয়া ভ্যাকসিন নীতিকে রাহুল গান্ধী বৈষম্যমূলক ও অসামঞ্জস্যপূর্ণ বলে আক্রমণ করেছে। সেইসাথে তিনি প্রত্যেকটি রাজ্যে বেড ও অক্সিজেনের হাহাকার প্রসঙ্গ নিয়ে মোদিকে দোষ দিয়েছে।