বচ্চন বাড়ির সামনে মোতায়েন পুলিশ!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/09/2020   শেষ আপডেট: 17/09/2020 3:17 a.m.
twitter

সংসদে বলা কথার জেরে জয়া বচ্চনকে বাড়তি নিরাপত্তা প্রদান

সংসদের প্রথমদিন বলিউডে চলা মাদকচক্র নিয়ে গোটা ইন্ডাস্ট্রিকে দুষেছিলেন বিজেপি সাংসদ রবি কিষান। রবি কিষানের আরেক পরিচয় তিনি হিন্দি এবং ভোজপুরি সিনেমার নামকরা অভিনেতা। ওইদিন রবি কিষান সুশান্তের মৃত্যু এবং তার জন্য গোটা বলিউডের সবাইকেই দোষী বলে দাবি করেছিলেন। জয়া বচ্চন তার উত্তরে বলেন, "উনি যেখান থেকে নাম করলেন প্রতিপত্তি করলেন আজ সেই জায়গার বিরুদ্ধেই কুৎসা রটাচ্ছেন। কয়েকজন মানুষের ভুলের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে দোষী সাব্যস্ত করা যায় না। আসলে এইরকম মানুষরা যে থালায় খায় তাতেই ছিদ্র করে। দেশে বাড়তে থাকা বেকারত্ব এবং অন্যান্য বিষয় থেকে চোখ সরাতে বিজেপি পরিকল্পনা করেই এটা নিয়ে এতো হইচই করছে।"

সমাজবাদী পার্টির সাংসদ জয়ার এই বয়ানের পরেই সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সব জায়গায় বিতর্ক তৈরি হয়। #shameonjayabachchan ট্রেন্ডিং লিস্টে চলে আসে টুইটারে। লকেট চট্টোপাধ্যায় ও টুইট করে তিরস্কার করেন জয়া বচ্চনকে।

এই বাড়তে থাকা বিতর্কের কারণেই বচ্চন বাড়ি "জলসা" র সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। যাতে কোনো বাড়তি সমস্যা তৈরি না হয় সেই কারনেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষে।