হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিক, মৃত্যু ২২ জনের
মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন
একদিকে করোনার ত্রাসে গোটা দেশ, কমছে করোনাক্রান্তদের অক্সিজেনের মাত্রা। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে ৯,৮১৯ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৭৮,১৭২। সুস্থ হয়েছে ৪,৮০৫ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৬৫২। সুস্থতার হার নেমেছে ৯০ শতাংশের নীচে।
এদিকে করোনা সংক্রমণের মধ্যেই অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে নাসিকের এক হাসপাতালে মৃত্যু হল ২২ জন রোগীর। এই মর্মান্তিক ঘটনাটি নাসিকের জাকির হুসেন হাসপাতালের। খবর, ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও, বাকিরা হাসপাতালেই আটকে যান।
হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। মনে করা হচ্ছে, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। কাজেই, অক্সিজেনে ঘাটতির কারণেই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে অনুমান।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি খুব দুঃখজনক। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।