Operation Sindoor : পহেলগামে হিন্দু নিধন ঘটনায় বদলা ভারতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/05/2025   শেষ আপডেট: 07/05/2025 8:13 a.m.
-

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor : কাশ্মীরের পহেলগামে বেছে বেছে হিন্দু নিধন ঘটনায় বদলা নেওয়া শুরু ভারতের। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মধ্যরাতে আঘাত আনল ভারত। ধ্বংস করা হল জঙ্গিদের হেড কোয়ার্টার। সূত্রের খবর, মধ্যরাতে ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুরে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মোট নয় জায়গায় আঘাত এনেছে ভারতীয় বাহিনী। শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আঘাত।

ভারতের পাশে ইজরায়েল। সমর্থন প্রত্যাঘাতেও।