এবারে ভারতে কমবে করোনা সংক্রমণ, আশ্বাস বিজ্ঞানীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/05/2021   শেষ আপডেট: 12/05/2021 8:41 p.m.
করোনা @martinsanchez

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এই কথা জানালেন

সংক্রমনের শিখরে রয়েছে বর্তমানে ভারত। এই পরিস্থিতিতে প্রায় ৪ লাখ মানুষ প্রতিদিন করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় চতুর্দিকে যখন সকলেই নিজেদের প্রিয় জন হারাচ্ছেন সেই সময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষক জানালেন দেশের করোনার গ্রাফ এবারে নিচে নামতে চলেছে। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ বর্তমানে রয়েছে একেবারে সর্বোচ্চ জায়গায়। ফলে আর কিছুদিনের মধ্যেই এই গ্রাফ নিম্নমুখী হবে বলে আশা করছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে তারা জানাচ্ছেন সার্বিকভাবে যদি গ্রাফ নিম্নমুখী হয় তবুও, দেশের বেশ কিছু জায়গায় কিন্তু সংক্রমণ থাকবে। অসম, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু এবং ত্রিপুরাতে সংক্রমণ এখনো চরম পর্যায়ে যায়নি। তাই এই চারটি রাজ্যে কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার।

অন্যদিকে মঙ্গলবারে তুলনায় এবারে সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত এবং মৃত সংখ্যা। পরিসংখ্যান জানাচ্ছে লাগাতার গত দু'দিনে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতা সংখ্যা কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪২০৫ জনের। এখনো পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন। এই পরিসংখ্যান দেখেই বেশ আশাবাদী বিজ্ঞানীরা।