চারধরনের করোনা ভাইরাসে আক্রান্থ গোটা পৃথিবী, জানাল WHO
কোভ্যাক্সিন কে ছাড়পত্র দিল ডিসিজিআই
২০১৯ সালে চিনের উহান প্রদেশে করোনা ভাইরাসের উৎপত্তির পর গোটা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রায় চারবার নিজের চরিত্র বদল করেছে। WHO জানিয়েছে, গত জানুয়ারীতে যে ধরনের ভাইরাস থেকে সংক্রমণ ঘটেছে, পরবর্তী কালে তার আমূল পরিবর্তন ঘটে। জুনের পর থেকে তিনবার নিজের চরিত্র বদলেছে এই ভাইরাস। যা সত্যিই আশঙ্কার।
তবে এর পাশাপাশি আশা ব্যাঞ্জক খবরও আছে। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ছাড়পত্র পেল ডিসিজিআই থেকে। যার ফলে দেশে খুব দ্রুত শুরু হতে পারে টীকাকরণ প্রক্রিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, প্রথমপর্বে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের বিনামূল্যে এই ভ্যাক্সিন দেওয়া হবে। ইতিমধ্যে সারাদেশ জুড়ে করোনা টিকার ড্রাইরান শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ভ্যাক্সিন যেসব কো-মর্বিডিটি যুক্ত মানুষদের ওপর প্রয়োগ করা হয়েছে, তাতে বোঝা গেছে এটা নিরাপদ। তবে ধীরে ধীরে বোঝা যাবে এই টিকা ঠিক কতটা কার্যকর।