অষ্টম বর্ষপূর্তি মোদি সরকারের, "দেশসেবায় খামতি রাখিনি", গুজরাটের সমাবেশে জানালেন মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/05/2022   শেষ আপডেট: 28/05/2022 5:20 p.m.
facebook.com/narendramodi

কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৮ বছর পূর্ণ করছে

গত আট বছরে দেশের সেবায় কোনও খামতি রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ অর্থাৎ শনিবার গুজরাট থেকে এমনটাই দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি জানান তাঁর আট বছরের শাসনামলে এমন কোনও কাজ তিনি করেননি যাতে লোকজনের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। গুজরাতের রাজকোট জেলার আটকোট শহরের একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধনের পর একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদি বলেন, "গত আট বছরে আমি দেশের প্রতি আমার সেবায় কোনো খামতি রাখিনি। আমি এমন কোনো কাজ করতে দিইনি বা ব্যক্তিগতভাবে এমন কোনো কাজও করিনি যা আপনাদের বা ভারতের একজন মানুষেরও মাথা লজ্জায় নত করতে পারে।" তাঁর সংযোজন, "গত আট বছরে, আমরা মহাত্মা গান্ধি এবং সর্দার প্যাটেল যে ধরনের ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই ধরনের ভারত গড়ার জন্য সৎ প্রচেষ্টা চালিয়েছি।"

মোদির কথায়, "আমরা বিভিন্ন গরিব কল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্রদের সেবা করেছি এবং তাদের জীবনকে আরও উন্নত করার চেষ্টা করেছি।" তিনি জানান, "কোভিড-১৯ মহামারী চলাকালীন সরকার দরিদ্রদের জন্য খাদ্যশস্যের মজুত ভাণ্ডার খুলে দিয়েছে এবং প্রতিটি নাগরিককে টিকাও দিয়েছে।" গুজরাতের রাজকোটের আটকোটে শ্রী প্যাটেল সেবা সমাজ ট্রাস্ট নির্মিত কেডি পারভাদিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৮ বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে, আমরা দরিদ্রদের সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।" মোদির বক্তব্য, "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা জুগিয়েছি।"