টিআরপি মামলায় জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে চার্জশিট ফাইল করল মুম্বাই পুলিশ
শুধুমাত্র অর্ণব নয় এই চার্জশিটে আরো তিনজনের নাম রয়েছে
টিআরপি গত মামলা নিয়ে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ এবং ARG গ্রুপের সহ কর্ণধার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। এর আগেও টিআরপি ইস্যু নিয়ে হাজতবাস করতে হয়েছে অর্ণবকে। তবে শুধুমাত্র অর্ণব গোস্বামী একা নন তার সঙ্গে নাম রয়েছে শিবেন্দু মূলেকর, চিফ অপারেটিং অফিসার প্রিয়া মুখার্জী এবং চিফ ফাইনান্সিয়াল অফিসার শিবা সুন্দরম্ এর। ৮ অক্টোবর ২০২০ সালে মহারাষ্ট্র পুলিশের কমিশনার পরম বীর সিং জানিয়েছিলেন মহারাষ্ট্র একটি টিআরপি জালিয়াতি হয়েছে যাতে জড়িত রয়েছেন অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। এছাড়াও রয়েছে বক্স সিনেমা এবং ফক্ত মারাঠি।
তিনি ঘোষণা করেছিলেন এই সমস্ত চ্যানেলগুলি তাদের টিআরপি খারাপ ভাবে ব্যবহার করছে এবং বিএআরসি অর্থাৎ ব্রডকাস্ট অডিয়েন্সেস রিসার্চ কাউন্সিল যে সিস্টেম ব্যবহার করে তাকে লংঘন করে চলেছে ক্রমাগত।তবে তখনো পর্যন্ত অর্ণব গোস্বামীর নাম এফআইআর দায়ের করেনি মুম্বাই পুলিশ। অন্যদিকে এই মামলায় আরও বেশ কয়েকজন অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএআরসির তৎকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার পার্থ দাস গুপ্ত। সেকশন ৪০৯,৪২০,৪০৬,৪৬৫,৪৬৮,২০১,২০৪, এবং ২১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ।