দামি এসইউভি গাড়ি বিক্রি করে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন কিনে দিচ্ছেন 'হিরো' শাহনাজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/04/2021   শেষ আপডেট: 23/04/2021 4:48 a.m.
শাহনওয়াজ শেখ -facebook@shahnawazshaikhofficial

নিজের দামি এসইউভি গাড়ি বিক্রি করে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে দিচ্ছেন মুম্বাইয়ের শাহনাজ শেখ

দেশের মানুষ অক্সিজেন পাচ্ছে না এবং সেই কারণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের সাধের এসইউভি গাড়ি বিক্রি করে দিলেন এক ব্যক্তি। মুম্বাইয়ে শাহনাজ শেখ তার সাথের এসইউভি গাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে রোগীদের কাছে অক্সিজেন পৌঁছে দিয়েছেন। মুম্বাইয়ের মালাড এলাকার মালভানির বাসিন্দা হলেন শাহনাজ। গত বছর তার প্রিয়জন করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মারা গিয়েছিলেন। এরপর থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নানা সময় বেশ কিছু কাজ করতে দেখা গিয়েছিল তাকে। তবে এবারে মুমূর্ষ রোগীর দেহে অক্সিজেন পৌঁছে দেওয়ার তাগিদে তাকি বিক্রি করে ফেললেন নিজের সাথে গাড়ি।

যতটা সম্ভব নিজের খরচায় এই সমস্ত রোগীদের সাহায্য করার চেষ্টা করছেন শাহনাজ শেখ। তিনি নিজের গাড়ি বিক্রি করে দিয়েছেন ২২ লক্ষ টাকা মূল্যের বিনিময়ে। সেই পুরো টাকা তিনি কাজে লাগিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ক্রয় করার জন্য। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শাহনাজ ভাইরাল হয়ে গিয়েছেন। গত বছর পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক সাহায্য করে তাদের মাসিহা হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। আর এবারে তার কাজের জন্য অনেকের কাছে 'হিরো' উঠেছেন মুম্বাইয়ের শাহানাজ।